History Mixed GK 



1) All India Youth Congress’ – কে প্রতিষ্ঠা  করেন? -- মতিলাল  নেহুরু।

2) ‘Broken Wings’  বইটির  লেখক  কে? -- সরোজিনী  নাইড়ু।
3) ‘Independent’  পত্রিকাটির  সম্পাদক  কে  ছিলেন? -- মতিলাল  নেহুরু।
4) ‘India in the Victorian  age’বইটি  কার  লেখা? -- রমেশচন্দ্র  দত্ত।
5) ‘Nehru is patriot while Jinnah is politician’ – এ  কথা  কে  বলেছিলেন? -- স্যার  মহম্মদ  ইকবাল।
6) Partition of Bengal is a settled fact – কে  বলেছিলেন?  ---  লর্ড  কার্জন
7) ‘Political freedom  is  the  life  breath  of  a  nation’ – কে  বলে  ছিলেন?  - অরবিন্দ  ঘোষ।
8) ‘Poverty  And  Un-British  Rule  in  India’  গ্রন্থটির  লেখক  কে? -- দাদাভাই  নৌরজি
9) ‘The  songs  of  India’  গ্রন্থটির  কার  লেখা? -- সরোজিনী  নাইডু
10) ‘Vernacular  Press  Act’  কত  সালে  চালু  হয়? -- 1878
11) ‘Why  Am  I  am  Atheist’  বইটির  কার  লেখা?  ভগৎ  সিং
12) ১১৯১  সালে  তরাইনের  প্রথম  যুদ্ধ  কাদের  মধ্যে  হয়েছিল ?  মহম্মদ  ঘুরী  ও  পৃথ্বিরাজ  চৌহান
13) ১৪৫৬  সালে  যে  প্রথম  ছাপানো  বই  বের  হয়  তার নাম  কী ?  গুটেনবার্গ  বাইবেল
14) ১৭৬০  খ্রিষ্টাব্দে  উদগীরের  সন্ধি  কাদের  মধ্যে  স্বাক্ষরিত  হয়েছিল ?  নিজাম  ও  বালাজী  বাজীরাও
15) ১৭৬৪-তে  বক্সারের  যুদ্ধে  ইংরেজদের  প্রতিপক্ষ  ছিলেন  কারা ?   শাহ  আলম  ও  নবাব  সূজাউদ্দোলা
16) ১৭৭৬  সালে  পুরন্দরের  সন্ধি  কাদের  মধ্যে  সাক্ষারিত  হয়েছিল ?   ইংরেজ   ও  দ্বিতীয়  মাধব  রাওয়ের  মধ্যে
17) ১৭৮১  সালে  কলকাতা  মাদ্রাসা  প্রতিষ্ঠিত  করেন  কে?  ওয়ারেন  হেস্টিংস
18) ১৭৮৩-তে  এশিয়াটিক  সোসাইটি  কে  স্থাপন  করেন ?   ডব্লিউ  জোনস
19) ১৭৮৪-তে  টিপু  সুলতান  ও  ইংরেজ  কোম্পানীর  মধ্যে  ম্যাঙ্গালোর  সন্ধি  দ্বারা  কোন  যুধের  অবসান  ঘটে ?   দ্বিতীয়  ইঙ্গ-মহীশূর  যুদ্ধ
20) ১৭৯২ তে  শ্রীরঙ্গপত্তমের  সন্ধি  টিপু  সুলতান  ও  কার  মধ্যে  স্বাক্ষরিত  হয়?  লর্ড  কর্নওয়ালিস
21) ১৮০৯  সালে  অমৃতসরের সন্ধি  রঞ্জিত  সিং  ও  ইংরেজ  পক্ষের  কার  মধ্যে  স্বাক্ষরিত  হয় ?   লর্ড  মিন্টো
22) ১৮১৩  এবং  ১৮৩৩  এর  পর  কবে  ব্রিটিশ  পার্লামেন্ট  চার্টার  আইন  পাশ  করে ?  ১৮৫৩  সালে
23) ১৮৩১  সালে  রঞ্জিত  সিং  এর  সঙ্গে  কে  চিরস্থায়ী  মিত্রতা  স্থাপন  করেন ?  লর্ড  উইলিয়ম  বেন্টিক
24) ১৮৩৭  সালে  অশোকের  শিলালিপির  প্রথম  পাঠোদ্বার  কে  করেন?  জেমস  প্রিন্সেপ
25) ১৮৩৪  সালে  ‘বেঙ্গল  ব্রিটিশ  ইন্ডিয়া  সোসাইটি’  কে  প্রতিষ্ঠা  করেন ?  জর্জ  টমসন
26) ১৮৪৯-এ চিলিয়ানওয়ালা নামক  স্থানে  সংঘটিত  দ্বিতীয়  ইং-শিখ  যুদ্ধে  ইংরেজ  সেনাপতি  কে  ছিলেন ?  লর্ড  গাফ
27) ১৮৫৩  সালে  ‘রেলওইয়ে  মিনিট’  কে  রচনা  করেন ?  লর্ড  ডালহৌসী
28) ১৮৫৩  সালের  চার্টার  আইনে  কোম্পানীকে  কত  বছরের  বাণিজ্য  পরিচালনার  সনদ  দেওয়া  হয় ?   ২০  বছরের
29) ১৮৫৪  সালে  প্রথম  কোথায়  পাটকল  স্থাপিত  হয় ?   রিষড়া
30) ১৮৫৭  সালে  সিপাহী  বিদ্রোহের  সময়  সিপাহীরা  কোন  মুঘল  সম্রাটকে  স্বাধীন  ভারতের  সম্রাট  বলে  ঘোষণা  করেছিল ?  দ্বিতীয়  বাহুদুর  শাহ