History Mixed GK 



 1)         ১৮৫৭  সালে  কোন  গভর্নর  জেনারেল  সময়  সিপাহী  বিদ্রোহ  ঘটে ?  লর্ড  ক্যানিং

2)         ১৮৫৭  সালে  বিদ্রোহ  কোথায়  শুরু  হয় ?  মিরাট

3)         ১৮৫৮  পূর্ববর্তী  গভর্নর  জেনারেল  ১৮৫৮-র  আইন  বলে  কি  নাম  পরিচিত  হলেন ?  গভর্নর  জেনারেলের  ও  ভাইসর

4)         ১৮৭০  সালে  সর্বপ্রথম  কোন  গভর্নর  জেনারেলের আমলে  রাষ্ট্রীয়  উদ্যোগে  রেলপথ  নির্মাণ  কার্য  শুরু  হয় ?   লর্ড  মেয়ো

5)         ১৮৭৭  সালে  ভারতের  প্রথম  শ্রমিক  ধর্মঘট  কোথায়  হয়েছিল ?  নাগপুর

6)         ১৮৭৮  সালে  দেশীয়  ভাষায়  সংবাদপত্র  আইন  কে  পাশ  করেন ?   লর্ড  লিটন

7)         ১৮৭৮  সালে  ভারতীয়  জাতীয়  কনফারেন্সের  প্রবক্তা  কে  ছিলেন ?  সুরেন্দ্রনাথ  বন্দ্যোপাধ্যায়

8)         ১৮৮২  সালে  কে  দেশীয়  ভাষায়  সংবাদপত্র  আইন  রদ  করেন ?   লর্ড  রিপন

9)         ১৮৮৫  সালে  ২৮ শে  ডিসেম্বর  অনুষ্ঠিত  জাতীয়  কংগ্রেসের  প্রথম  অধিবেশনে  কে  সভাপতিত্ব  করেন ?  উমেশ  চন্দ্র  ব্যানার্জী

10)      ১৯০৫  সালের  বঙ্গভঙ্গের  উদ্দ্যেশ  কি  ছিল ?  রাজনৈতিক  সুবিধা

11)      ১৯০৬  সালের  অল  ইন্ডিয়া  মুসলিম  লীগ  গঠিত  হয়েছিল  কোন  শহরে ?   ঢাকা

12)      ১৯০৭  সালের  জাতীয়  কংগ্রেসের  কে  সভাপতি  ছিলেন ?  রাসবিহারী  বসু

13)      ১৯০৮  সালে  কে  মুসলিম  লীগের  চিরস্থায়ী  সভাপতি  নির্বাচিত  হন  কে ?  আগা  খান

14)      ১৯১৩  সালে  লাল  হরদয়াল,  মোহন  সিং  ভাকনা  প্রমুখ  মার্কিন  যুক্তরাষ্ট্রে  কোন  প্রতিষ্ঠান  গড়ে  তোলেন ?  হিন্দুস্থান  গদর সমিতি

15)      ১৯১৫  সালে  জাপানে  পালানোর  সময়  রাসবিহারী  বসু  কওন  ছদ্মনাম  গ্রহন  করেছিলেন?  পি.এন. ঠাকুর

16)      ১৯১৬  সালে  কংগ্রেস  ও  মুসলিম  লিগের  মধ্যে  কোন  চুক্তি  স্বাক্ষারিত  হয়?  লখনউ

17)      ১৯১৯  সালে  দিল্লিতে  অনুষ্ঠিত  খিলাফত  কনফারেন্সে  সভাপতি  ছিলেন  কে ?  আব্দুল  কালাম  আজাদ

18)      ১৯২১  সালে  সারা  ভারত  খিলাফত  কনফারেন্স  কোথায়  হয় ?  করাচী

19)      ১৯২২  সালে  সারাবন্দি  অভিযানের  নেতৃত্ব  কে  ছিলেন ?  রাজগুরু

20)      ১৯২২-এ  গঠিত  স্বরাজ  পার্টির  প্রথম  সভাপতি  কে ?  চিত্তরঞ্জন  দাশ

21)      ১৯২২  সালে এলাহাবাদের  কৃষকরা  কার  নেতৃত্বে  ‘No Tax’ অন্দোলন  গড়ে  তোলেন ?  এম. এন. রায়

22)      1947  সালের  20 শে  ফেব্রুয়ারী  ব্রিটিশ  প্রধানমন্ত্রী আটলি  কবে  ভারতবর্ষ  থেকে  ব্রিটিশ  আধিপত্য  প্রত্যাহারের  কথা  বলেন ?  1948 –এর  জুন

23)      ৬৪  দিনের  অনশনে  যে  বিপ্লবী  মারা  গিয়েছিলেন  তার  নাম  কি ?   যতীন  দাস

24)      All  Bengal  Workers  Association –এর  প্রতিষ্ঠাত  হলেন ?  মুজাফফর  আহমেদ

25)      Passive  Resistance –এর  তত্ব  প্রচার  কে  করেন ?   বিপিনচন্দ্র  পাল

26)      আকালি  আন্দোলন  কোথায়  শুরু  হয়েছিল ? পাঞ্জাব

27)      আকালি  আন্দোলন  কত  সালে  শুরু  হয় ?  ১৯২১  সালে

28)      অখিল  শিখ  রাষ্ট্র  গঠনে  উদ্যোগী  হন  কে ?  রঞ্জিত  সিং

29)      অঙ্গ,  উপাঙ্গ,  মুল  ও  সূত্র  এই  চারটিকে  কোন  শাস্ত্র  আছে?  জৈন

30)      অজাতশত্রু  কোন উপাধি  করেন ?  কুনিক